ওমানে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বোয়ালখালীর কুতুব উদ্দিন

অনলাইন ডেস্ক

ওমানের সোহার এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রবাসী কুতুব উদ্দিন (৫০)।

- Advertisement -

জানা গেছে, গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -google news follower

কুতুব উদ্দিন উপজেলার পূর্ব কধুখীল ইমাম নগর গ্রামের নুর আহমদ জমাদার (পেয়ারী বাপের) বাড়ির মরহুম দেলোয়ার হোসাইনের ছেলে।

কুতুবের ভাই মো. জামাল উদ্দিন জানান, কুতুব উদ্দিন ২৩ বছর ধরে ওমানে রয়েছে। সেখানে নিজের একটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন।

- Advertisement -islamibank

তার স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তারাও কুতুবের সাথে ওমানে অবস্থান করছিলেন। সর্বশেষ ৭ বছর আগে দেশে এসেছিলেন তিনি।

গেল কয়েকমাস ধরে মানুষের ধার-দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুতুব উদ্দিন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে জানালেন নিহত প্রবাসীর বড় ভাই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ