লোহার রডবাহী ট্রেলারের ধাক্কায় বাইক আরোহী স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক সড়কে লোহার রডবাহী ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। হতাহত তিনজনের বয়সই ১৬ বছর।
শনিবার সন্ধ্যা ছয়টায় পলিটেকনিক সড়কের আগা খাঁর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম মো. সজিব। তিনি নোয়াখালী জেলার হাতিয়া থানার সুখচর এলাকার মো. আবদুর রহমানের ছেলে।
সে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পড়ালেখার সুবিধার জন্য সে দীর্ঘদিন ধরে খুলশী থানাধীন এঙইএন কলোনি এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতেন বলে জানা গেছে।
তাছাড়া লং ভেহিকেল চাপায় গুরুতর আহত দুজন নাহিদ হায়দার স্বাধীন ও মো. শাহিন আলম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাসিন্দা। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, শনিবার সন্ধ্যার দিকে লোহার রড বহনকারী ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেল থেকে তিন কিশোর ছিটকে রাস্তায় পড়ে যায়।
ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। অন্য দুজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জেএন/পিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ