আনোয়ারায় দুই মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় দেড়শ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

- Advertisement -

গতকাল শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ বারশতের মো. ইদ্রিছ আলীর পতিত বাড়ি থেকে এসব সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন— দক্ষিণ বারশতের ভোলাশাহ ফকিরের বাড়ির মো. জাগিরের ছেলে মো. জামাল (৩৫) ও মো. জানে আলমের ছেলে মো. পারভেজ (২৮)।

পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ ও ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণ, মদ তৈরি করার সরঞ্জাম (পাতিল, প্লাস্টিক ড্রাম, গ্যাসের চোলা ও বোতল) উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

- Advertisement -islamibank

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মদ তৈরি ও বিক্রি করে আসছিল। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ