লোহাগাড়ায় বাবাকে কুপিয়ে এবং দুই ছেলেকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় ইউপি সদস্য বাবাকে কুপিয়ে জখম করে এবং তার দুই ছেলেকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

- Advertisement -

জানা গেছে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিক উদ্দিন (৫০)কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -google news follower

তাঁর দুই ছেলে মো. ফয়সাল (২৬) এবং মো. মিশাল (২৩)ও ওই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন।

গুরুতর আহত ইউপি সদস্য রফিক উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, পাশাপাশি তিনি স্থানীয় মনুফকির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

- Advertisement -islamibank

হামলায় গুলিবিদ্ধ তাঁর ছেলে মো. ফয়সাল চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অপর ছেলে মো. মিশালও একটি কলেজে অধ্যয়ন করছেন। বর্তমানে তাঁরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ছেলেরা জানিয়েছে তাদের বাবা স্থানীয় মনুফকির হাট বাজার থেকে রাতে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালায়।

চিৎকার শুনে দুই ভাই এগিয়ে গেলে তাঁদের ওপরও এলোপাতাড়ি গুলি চালানো হয়। ফয়সালের দাবি, এলাকার একটি ডাকাত দলের লোকজন এ হামলা করছে। পরে প্রতিবেশীরা এসে আমাদের তিনজনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

আজ মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ হাসান জানান, সোমবার রাতে ইউপি সদস্য ও তাঁর দুই ছেলেকে হাসপাতালে আনা হয়।

ইউপি সদস্যর দুই হাত ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুই ছেলের মধ্যে মিশালের চোখে ও ফয়সালের পায়ে গুলি লেগেছে।

প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে, বললেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ