প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়িতে এক নারী সহকারী শিক্ষকের প্রতি হুমকি, অশালীন আচরণ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

- Advertisement -

উপজেলার নানুপুর ইউনিয়নের গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

- Advertisement -google news follower

অভিযোগ উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এয়াকুব দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক সেলিনা আক্তারের প্রতি বিমাতাসুলভ আচরণ করে আসছেন।

ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অপমান করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

- Advertisement -islamibank

কয়েক দিন আগে বিদ্যালয়ের অফিসে এক বহিরাগতকে এনে সেলিনা আক্তারকে হেনস্তা করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

এসবের প্রতিবাদ জানালে প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে আমি অন্যায় আচরণের শিকার হচ্ছি। প্রধান শিক্ষক বিভিন্নভাবে আমার কাজের পরিবেশ নষ্ট করছেন। প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি, তাই বাধ্য হয়ে লিখিত অভিযোগ দিয়েছি।”

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. এয়াকুব ধাম্ভিক ভঙ্গিতে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন।”

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং তিনি এর জবাব দিয়েছেন।

এখন বিধি অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, এমন বিরোধ শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ