ঋণের কিস্তির চাপে সাতকানিয়ায় নারীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক বেসরকারী সংস্থার ঋণের কিস্তি পরিশোধের চাপে অসহনীয় পরিস্থিতিতে মমতাজ বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

- Advertisement -

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আত্মহত্যা করেছেন চার সন্তানের এ জননী।

- Advertisement -google news follower

তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা জাফর আহমদের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সাতকানিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মমতাজ বেগমের স্বামী জাফর আহমদ একজন দরিদ্র কুলি। তাদের দুই পুত্রের একজন রাজমিস্ত্রী, অপরজন শহরের একটি প্রতিষ্ঠানে কর্মচারী। দুই কন্যা বিবাহিত।

- Advertisement -islamibank

মমতাজ বেগম ৫-৬টি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তি পরিশোধের জন্য চাপের কারণে সপ্তাহান্তে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন।

ঘটনার দিন তার ১০ হাজার ৫ শত টাকা পরিশোধের কথা ছিল, কিন্তু হাতে টাকা না থাকায় তিনি খুব অস্থির হয়ে পড়েন।

সকালে বাড়ির সবাই কাজে যান। ফিরে এসে মমতাজ বেগমকে টিনের ঘরের বীমের সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন।

সাতকানিয়া থানার এসআই সুজা উদ দৌলার নেতৃত্বে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ