চট্টগ্রামের ফ্লাইওভারে নাট-বল্টু চুরির সময় হাতেনাতে ধরা ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট ফ্লাইওভারের নাট, বল্টু ও লোহার অংশ খুলে নেওয়ার সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

- Advertisement -

আজ বুধবার সকাল ১১টার দিকে ফ্লাইওভারের উপরের অংশ থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনজন ব্যক্তি ফ্লাইওভারের কাঠামো থেকে নাট–বল্টু খুলে সংগ্রহ করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যায়।

ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থলেই তিনজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি টিম এসে তাদের নিয়ে যায়।

- Advertisement -islamibank

এ বিষয়ে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) বলেন, স্থানীয়দের দেয়া খবরে তাৎক্ষনিক টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে জনতার হাতে আটক তিন চোরকে থানায় আনা হয়।

তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ