চট্টগ্রামে মধ্যরাতে পুলিশের ওপর হামলা মামলায় আরও ৬জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্দর থানা এলাকায় সাঁড়াশি অভিযানে তারা গ্রেপ্তার হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইরান বাদশা (২৪), নুরুল ফায়েজ পিয়াল প্রকাশ নুরাল ফায়েজ পিয়াল (২৮), মো. জোবায়ের আহমেদ নিরব (২৩), মো. ফয়সাল (২২), মনির হোসেন (২৪) ও মো. সাহেদ (১৮)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়ে বলেন, মধ্যরাতে মিছিল থেকে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনার পর আশেপাশের বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

- Advertisement -islamibank

সংগৃহিত ফুটেজ দেখে জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত দায়ের করা মামলায় মোট ২৪ জন গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে জানান ওসি।

এর আগে সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিংয়ের ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।

দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন।

আহত এসআই-কে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে মোট ৫৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ