খুলশী থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

- Advertisement -google news follower

এর আগে বুধবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় বন্দরের ঝাউতলা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির সংশ্লিষ্ট সূত্র।

সিএমপির সূত্রে জানা যায়, সিএমপির কমিশনার হাসিব আজিজ এক অফিস আদেশের মাধ্যমে আফতাব হোসেনকে থানার দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত রাখার নির্দেশ দেন।

- Advertisement -islamibank

এর আগে সিএমপির উত্তর জোনের ট্রাফিক পুলিশ জাকির হোসেন রোড থেকে কয়েকটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে।

এ অভিযানের পর ক্ষুব্ধ চালকেরা ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে আক্রমণ করে এবং ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়।

তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, সড়ক অবরোধ করে অভিযান বন্ধের দাবি জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) (পিআর) মাহমুদা বেগম বলেন, পুলিশ কর্মকর্তাদের বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া। খুলশী থানার ওসিকে প্রত্যাহারের বিষয়ে অফিসিয়ালি এখনো কাগজপত্র পায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ