চান্দগাঁওতে আধিপত্যের জেরে গোলাগুলি, তিনজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চাঁন্দগাওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৩ আগস্ট) রাত ৩টার দিকে চান্দগাঁও থানাধীন ফরিদা পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সাগর (২৩), জাকির (২২) ও আলামিন (৩২)।

আহতরা চাঁন্দগাওয়ের ফরিদারপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন। তারা দাবি করেছেন, হামলার মূল উদ্দেশ্য ছিল মোটরসাইকেল ছিনতাই। এছাড়া হামলায় জড়িত কয়েকজনের নামও তারা উল্লেখ করেছেন।

- Advertisement -islamibank

এলাকাবাসী জানিয়েছেন, চাঁদাবাজি, মাদক ও আধিপত্য নিয়ে বুশ্যা ও টেম্পো গ্রুপের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের অস্ত্রের ঝনঝনানি ও গোলাগুলির কারণে এলাকায় ত্রাসের রাজত্ব বিরাজ করছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই নাম্বার ক্যাজুয়ালটি ওয়ার্ডে আহতদের আনা হয় গতকাল বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে। তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকিদের শরীরের বিভিন্ন স্থানেও গুলির চিহ্ন স্পষ্ট।

পুলিশ জানায়, নগরের চান্দগাঁওয়ে শহিদুল ইসলাম ওরফে বুশ্যা এবং সাইফুল ইসলাম ওরফে টেম্পো- এই দুই গ্রুপের
মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষটি ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ঘটনার পরপরই চান্দগাঁও এলাকায় সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুশ্যার আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় তাজা গুলি, ধারালো অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ