কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার

অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

- Advertisement -

বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন। জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।

- Advertisement -google news follower

গত বছর ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল শমী কায়সারকে। এরপর তাকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

একটি মামলায় জুবায়ের হাসান ইউসুফ নামে এক ছাত্রকে হত্যাচেষ্টা এবং অন্যটিতে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগ ছিল।

- Advertisement -islamibank

এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় জামিনের এই আদেশ দেন।

তার বিরুদ্ধে অন্য কোনো মামলা ছিল না, তাই তিনি কারামুক্ত হতে পেরেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ