ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে: তিশা

অনলাইন ডেস্ক

চার দিনের সরকারি সফরে গতকাল শনিবার কক্সবাজার গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় তাকে। পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -

আজ রোববার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের এক শীর্ষ কর্মকর্তা জানান, জটিল অস্ত্রোপচার করাতে হবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন তিনি। চিকিৎসাধীন আছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানেই রাতেই তার অস্ত্রেপচার হতে পারে।

- Advertisement -google news follower

এবার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানালেন, নির্মাতার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আজ রোববার রাতে নিজের ফেসবুকে তিশা লেখেন, ‘আপডেট: আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।’

- Advertisement -islamibank

এরপর লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

এর আগে ফারুকীকে নিয়ে তিশা লিখেছিলেন, ‘আজ রোববার বেলা ৩:০০ টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পর জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোন তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ