চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা গঙ্গাবাড়ি আবাসিক এলাকায় চালককে ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার সকালে গোপন সোর্সের তথ্যমতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটেরিকশাটিও উদ্ধার ককরতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. ওয়ারিদ কুদ্দুস (২০), মো.সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) ও নোয়েল ডায়েস (২৪)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম জানান, সোমবার ভোরে সিএনজিচালিতা অটোরিকশার চালক মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান।

- Advertisement -islamibank

যাত্রীকে নামিয়ে ভাড়া নেওয়ার সময় কিছু দুর্বৃত্ত যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা, নগদ ১০ হাজার টাকা ও তার মোবাইলটি ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাথারঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ