চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার

অনলাইন ডেস্ক

থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা অচ্যুৎ পোদ্দার মারা গেছেন। সোমবার (১৮ অগস্ট) থানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেতা।

- Advertisement -

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -google news follower

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ১৯ অগস্ট থানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। বলিউডের অনেক ছবিতেই অভিনয় করেছিলেন তিনি।

প্রথম থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না অচ্যুৎ। অভিনয়জগতে প্রবেশের আগে বেশ কিছু বছর ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। তার পর কাজ করেছিলেন ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও।

- Advertisement -islamibank

যদিও প্রথম থেকে অভিনয়ের সঙ্গে যুক্তি ছিলেন না অচ্যুৎ। অভিনয় জগতে প্রবেশের আগে বেশ কিছু বছর ভারতীয় সশস্ত্র বাহিনির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। তার পর কাজ করেছিলেন ‘ইন্ডিয়ান অয়েল কোম্পানি’-তেও। ১৯৮০ সালের শেষের দিকে অভিনয় যাত্রা শুরু করেন।

প্রায় ১২৫টি ছবিতে অভিনয় করেছেন অচ্যুৎ। হিন্দি ছাড়াও বেশ কিছু মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

তালিকায় রয়েছে ‘আক্রোশ’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’ থেকে ‘দাবাং ২’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘পরিণীতা’সহ একগুচ্ছ ছবি।

তবে রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ তাঁর অভিনয় জীবনের অন্যতম মোড় ঘোরানো মুহূর্ত। ইঞ্জিনিয়ারিং কলেজের কড়া অধ্যাপককে আজীবন মনে রাখবে দর্শক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ