চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড় এলাকা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম প্রদীপ রুদ্র পাল। সে ওই এলাকার রুদ্রপাড়া গ্রামের মৃত চিত্ত রুদ্র পালের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানান, গতকাল রাতে পৌরসদরের বাইন্না পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে প্রদীপ রুদ্র পাল নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রদীপ রুদ্র পাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আগেও পুলিশের অভিযানে তাকে ধরা হয়েছিল। কিন্তু আদালত থেকে জামিন নিয়ে পুনরায় অপরাধে লিপ্ত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।
আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএন/পিআর