জাহাজ থেকে পড়ে নিখোঁজ সুপারভাইজারের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গাসৈকত এলাকায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে নিখোঁজ আনোয়ার আজম খানের (৪৫) লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

গতকাল মঙ্গলবার বহিঃনোঙর হতে লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

নিহত আনোয়ার আজম খান নোয়াখালী জেলার সেনবাগ এলাকার নুরু খানের ছেলে। আনোয়ার আজম খান এম স্টল স্টক নামে ওই জাহাজের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, রোববার রাতে নবাব এন্ড কোম্পানির সুপারভাইজার আনোয়ার আজম বাণিজ্যিক জাহাজ এমভি এম স্টল স্টক থেকে সিঁড়ি দিয়ে নামার সময় চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের আলফা এ্যাংকরেজ সমুদ্র এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হয়।

- Advertisement -islamibank

এ ঘটনায় গতকাল কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

গতকাল দুপুর ২টায় বহিঃনোঙর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ