সাতকানিয়ায় খেলতে খেলতে পুকুরে নেমে প্রাণ গেল ২ শিশুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় খেলতে খেলতে পুকুরের পানিতে নেমে আর উঠতে পারেনি সাড়ে ৪ বছর বয়সী শিশু মোছামৎ মুসকান ও ২০ মাস বয়সী শিশু মোহাম্মদ সাফওয়ান।

- Advertisement -

ওই পানিতে ডুবেই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

নিহত শিশু দুটি সম্পর্কে মামাতো ভাই ও ফুফাতো বোন। এদের মধ্যে মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মোহাম্মদ জুয়েল এর মেয়ে ও নিহত সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সমশু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাকানিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়িতে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে মুসকান।

- Advertisement -islamibank

মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে মুসকান ও তার মামাতো ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামলে তারা দুজনেই পুকুরের পানিতে ডুবে যায়।

এরপর বাড়ির লোকজন তাদের খুঁজে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের পুকুরে তারা দুজনকে পানিতে ভাসতে দেখে।

পরবর্তীতে এলাকাবাসী তাদের পুকুর হতে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

পুকুরের পানিতে ডুবে মামাতো ভাই ও ফুফাতো বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুমন।

তাছাড়া বিষয়টি অবগত আছেন বলে জানালেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,জাহেদুল ইসলাম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ