৩০ বছর পর আবারও পর্দায় একসঙ্গে এই দুই সুপারস্টার!

অনলাইন ডেস্ক

প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন দুই সুপারস্টার ভারতীয় সিনেমার মহাগুরু মিঠুন চক্রবর্তী ও থালাইভা রজনীকান্ত।

- Advertisement -

খবর অনুযায়ী, ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’ ছবির দ্বিতীয় কিস্তি ‘জেলার ২’তে জুটি বাঁধতে দেখা যাবে এই দুই কিংবদন্তি অভিনেতাকে।

- Advertisement -google news follower

সাম্প্রতিক সময়ে রজনীকান্তের ‘কুলি’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে এবং একের পর এক রেকর্ড ভাঙছে। অন্যদিকে, মিঠুন চক্রবর্তী তার নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

জানা গেছে, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী ও রজনীকান্তকে। এরপর ১৯৯৫ সালেও মিঠুনের ‘ভাগ্যবিধাতা’ ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।

- Advertisement -islamibank

সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে এই দুই মহাতারকার একসঙ্গে কাজ করার খবর ছড়িয়ে পড়েছে, যা বিনোদন জগতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, এরই মধ্যে ছবির কাজ শুরু হয়েছে। মিঠুনও অংশ নিয়েছেন শুটিংয়ে, চলতি সপ্তাহে যোগ দেবেন রজনীকান্ত। সব ঠিক থাকলে আগামী বছরেই বড় পর্দায় দেখতে পাওয়া যাবে ‘জেলার ২’।

তবে এ বিষয়ে মিঠুন বা রজনীকান্তের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খবর নিশ্চিত হওয়ার জন্য।

যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি নিঃসন্দেহে ভারতীয় সিনেমা দর্শকদের জন্য একটি দারুণ চমক হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’-এর প্রথম কিস্তি। বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় তৈরি হওয়া এই ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই।

ছবির শুটিং হচ্ছে চেন্নাই শহরসহ দেশের বিভিন্ন জায়গায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ