মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা সংকট বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক ইস্যু। এই সংকট সমাধানে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

- Advertisement -

সম্প্রতি, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস বাংলাদেশ সফর করেছেন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

- Advertisement -google news follower

টম অ্যান্ড্রুস বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

অ্যান্ড্রুস উল্লেখ করেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রোহিঙ্গাদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

তিনি বলেন, “বাংলাদেশের উদারতার জন্য এবং আপনার নেতৃত্বে এই সংকটের স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য বিশ্ব কৃতজ্ঞ।”

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন যে, আসন্ন জাতিসংঘ সম্মেলন এই দীর্ঘস্থায়ী সংকট সমাধানের জন্য সুনির্দিষ্ট পথনির্দেশনা প্রদান করবে।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ অত্যাবশ্যকীয় সেবা প্রদানে বড় ধরনের প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুসকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অ্যান্ড্রুস রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে সহযোগিতার প্রশংসা করেন। তিনি জাতিসংঘের মহাসচিবের উদ্যোগে রাখাইনে মানবিক সহায়তার চ্যানেল স্থাপন এবং প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির প্রচেষ্টা দুর্ভাগ্যবশত অপপ্রচারের শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন।

তবে তিনি আশাবাদী যে, সংশ্লিষ্ট অংশীজনদের অব্যাহত প্রচেষ্টায় এই সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান সম্ভব। তিনি বাংলাদেশকে এই নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুস বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে অংশীজনদের সংলাপে অংশ নিতে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে যাচ্ছেন। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ