বোয়ালখালীতে বস্তাভর্তি চোলাই মদসহ সিএনজি চালক আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ২৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে যৌথবাহিনী।

- Advertisement -

এসময় মাদক বহনের জন্য সিএনজি চালক মো.সোহেলকে (৩৭) আটক করা হয় এবং সিএনজি অটোরিকশাটিও জব্দ করে যৌথবাহিনী।

- Advertisement -google news follower

গতকাল শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি এলাকা থেকে গাড়িটি (চট্টগ্রাম-থ-১২-৪৫৯৯) জব্দ করা হয়।

আটক সিএনজি চালক সোহেল উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা গ্রামের তালুকদার পাড়ার মৃত হাফেজ আহম্মেদের ছেলে।

- Advertisement -islamibank

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ