এনসিপির চার নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৫ আগস্ট) লিখিতভাবে তারা পদত্যাগ করেন।

- Advertisement -

দলের নীতি, নৈতিকতা ও আদর্শ ঠিক নেই উল্লেখ করে দলত্যাগের কারণ দেখিয়েছেন পদত্যাগপত্রে।

- Advertisement -google news follower

পদত্যাগ করা নেতারা হলেন- এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

আলাদা লিখিত আবেদনে বলা হয়, আমি এ দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দলের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

- Advertisement -islamibank

আমি স্বেচ্ছায় সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পদত্যাগপত্রটি গ্রহণ করতে আপনাকে (নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্নয়কারী ফাইজুল ইসলাম) বিনীতভাবে অনুরোধ করছি।

এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান বলেন, পদত্যাগপত্রটি আমরা চারজন জমা দিয়েছি। সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে পদত্যাগ করেছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা সমন্নয় কমিটির প্রধান সমন্নয়কারী জাবেদ রাসিন বলেন, পদত্যাগের বিষয়টি আমার এখনও জানা নেই। খোঁজ নিয়ে পদত্যাগের কারণ জানতে চেষ্টা করছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ