জোরারগঞ্জে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগট টাকা লুট

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের জোরারগঞ্জের এক প্রবাসীর বাড়িতে ঢুকে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

- Advertisement -

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার সময় উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

এই সময় ডাকাত দল স্বর্ণের প্রায় ৭ ভরি গহনা, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।

কুয়েত প্রাবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান জানান, সোমবার রাত ৩টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ১০/১২ সদস্যের একটি ডাকাত দল।

- Advertisement -islamibank

ঘরে প্রবেশ করেই সদস্যদের ছুরি দেখিয়ে হাত পা বেঁধে ফেলে। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল।

আরমান জানান, তার বোন ও ভাবির প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাত দল। সকালে প্রতিবেশীরা জিম্মিদের উদ্ধার করে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত কার্যক্রম চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত দুই মাসে জোরারগঞ্জ থানা এলাকায় এটি ৪র্থ ডাকাতির ঘটনা। এছাড়া একই রাতে ৭ নং কাটাছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম কাটাছড়া শফিকুর রহমান ভেন্টার বাড়িতে পৃথক চুরির ঘটনা ঘটেছে।

এতে ওই ঘরের মোটর, সোলার প্যানেল ব্যাটারি সহ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এই বাড়িতে ৪ মাস আগেও একই কায়দায় একই প্রকারের মালামাল চুরি হয়।

জেএন/এইউ/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ