চট্টগ্রামে দোকানি খুনের ৫ বছর পর মামলার রায়ে দুজনের ফাঁসি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ২০২০ সালে খুন হয়েছিলেন মাহফুজুর রহমান (২৪) নামে এক কাপড়ের দোকানের মালিক।

- Advertisement -

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দীর্ঘ পাঁচ বছর পর ওই হত্যা মামলার রায় ঘোষণা করেছেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান।

- Advertisement -google news follower

তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণার সময় তিনি দুজনের মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডিত তিন আসামির মধ্যে তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয় নামে দুজনের ফাঁসি এবং মো. আহসান নামে আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে।

- Advertisement -islamibank

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক মজুমদার সারাবাংলাকে রায়ের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজামূলে কারাগারে পাঠানো হয়।

বিচারিক আদালতে থাকা মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১ মে সকালে নগরীর ইপিজেড থানার নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ারের পাশে একটি পুরাতন কাপড়ের দোকানের পাশ থেকে মাহফুজুর রহমান (২৪) এক যুবকের লাশ উদ্ধার হয়। তিনি ওই দোকানের মালিক ছিলেন।

হাত-পা বেঁধে, মুখে কাপড় ও পলিথিন গুঁজে বায়ুরোধী টেপ দিয়ে আটকে মাহফুজকে হত্যা করে দোকানের পাশে একটি ভবনের রেলিংয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় মাহফুজুরের বাবা আব্দুর রহমান ইপিজেড থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে বলা হয়, ব্যবসায়িক বিরোধের জেরে একই এলাকার বাসিন্দা তিনজন মিলে মাহফুজুরকে হত্যা করেন।

২০২২ সালের ২৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ