শখ করে মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে যাওয়া ২ বন্ধুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলীয় মনখালী এলাকায় শখ করে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই বন্ধু নাজমুল হোসেন সায়েম (১৬) ও হাবিবুল আবছারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার রাত আড়াইটার দিকে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে সায়েম ও শনিবার (৩০ আগস্ট) দুপুরে উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় হাবিবুলের মরদেহ উদ্ধার হয়।

- Advertisement -google news follower

মৃত নায়েম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা গ্রামের নাজির হোছনের ছেলে এবং হাবিবুল উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের ছেলে। তারা স্থানীয় উপকূলীয় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দুজনই বন্ধু ছিলেন।

জানা গেছে, এই দুই কিশোরসহ মোট ৬ বন্ধু শখের বশে সাগরে গিয়েছিল মাছ ধরতে। কিন্তু হঠাৎ ঢেউয়ের তোড়ে ভেসে যায় হাবিব ও সায়েম। বাকি চারজন নিরাপদে ফিরে আসে।

- Advertisement -islamibank

দুজন একসঙ্গে ভেসে গেলেও শুক্রবার রাতে ইনানী সমুদ্র সৈকত ও শনিবার দুপুরে মনখালী সমুদ্র সৈকতে তাদের মরদেহ ভেসে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ইনানী সমুদ্র সৈকতে ভাসমান একটি মরদেহ দেখতে পায় জেলেরা। পরে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। খবর পেয়ে কোস্ট গার্ড ভাসমান মরদেহটি তীরে নিয়ে আসেন। পরে পরিচয় শনাক্ত করা হয়।

একইভাবে শুক্রবার রাত আড়াইটার দিকে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে নাজমুল হোসেন সায়েম নামে এক যুববকের মরদেহ উদ্ধার করেন স্হানীয়রা।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা ও কোস্ট গার্ড। তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ