বলিউড অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন

অনলাইন ডেস্ক

বলিউডের আকাশে শোকের ছায়া। মারা গেলেন অভিনেত্রী প্রিয়া মারাঠে। রোববার (৩১ আগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী।

- Advertisement -

সুশান্ত সিংহ রাজপুত অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-তে অভিনয় করেছেন তিনি।

- Advertisement -google news follower

শোবিজ ক্যারিয়ারে শুধু হিন্দি সিনেমা নয়, তিনি মারাঠি ভাষায় বেশকিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।

তবে অঙ্কিতা লোখান্ডে এবং প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সুপারহিট ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র মাধ্যমে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি ও মারাঠি ইন্ডাস্ট্রিতে।

- Advertisement -islamibank

মৃত্যুকালে তার স্বামী মারাঠি অভিনেতা শান্তনু মোঘেকে রেখে গেছেন। অভিনেত্রী ২০১২ সালে অভিনেতা শান্তনুকে বিয়ে করেন।

২০২৪ সালে ‘তুজেচ মি গীত গাত আহে’ ধারাবাহিকে অভিনয়ের সময় ক্যানসারে আক্রন্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন প্রিয়।

অভিনেত্রী সর্বশেষ পোস্ট করেছিলেন গত ১১ আগস্ট। পোস্টে অভিনেত্রী তার স্বামীর সঙ্গে জয়পুর ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন।

অভিনেত্রীর উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো মধ্যে রয়েছে, ‘চার দিন সাসুচে’, ‘তু তিথে মি’, ‘স্বরাজ্যরক্ষক সন্তাজি’, ‘য়া সুখানো ইয়া’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘তুজেছ মি গীত গাত আহে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’সহ আরও অনেক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার বেড়ে ওঠা। মুম্বাইয়ের স্কুল ও কলেজ থেকেই পড়াশোনা শেষে অভিনয় জীবন শুরু করেন। মারাঠি ধারাবাহিক ‘ইয়া সুখানোয়া’ এবং ‘চার দিবস সাসুছে’-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় অভিনেত্রীর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ