চট্টগ্রামে যুবলীগ নেতা বুলবুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হালিশহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও ককটেল হামলার মামলার অন্যতম আসামি বুলবুল হোসেন ওরফে ডাকাত বুলবুল (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার রাতে নগরীর রমনা উচ্চ ব্রিজ এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, গত বছরের আগস্টে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী হামলা চালায়। নির্বিচারে গুলিবর্ষণে রাইয়ানসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় একই বছরের নভেম্বর মাসে কোতোয়ালী থানায় মামলা হয়, যেখানে ২৭৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। বুলবুল ছিলেন ওই মামলার ১৫২তম আসামি।

- Advertisement -islamibank

কোতোয়ালী থানার উপপরিদর্শক শরীফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অস্ত্র, ডাকাতি ও সহিংসতার একাধিক মামলা রয়েছে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা আছে তার নামে। বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ