মিরসরাইয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার পশ্চিম পাশে উপজেলা ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। এতে অন্তত ৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -google news follower

আহতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেলেও বাকি তিনজনের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। পরিচয় পাওয়া দুই নেতার একজন মিরসরাই কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার ও অপরজন একই কলেজের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমান। তাদের উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী মিরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মহাসড়কে মিছিল বের করে।

- Advertisement -islamibank

মিছিলটি মিরসরাই থানার পশ্চিমপাশে পৌঁছালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ