চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আরমান (৩৪)। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর থানার পিয়ার ইসলাম ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালক গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে লোহাগাড়া থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করেন।
পরে আহত ট্রাকচালককে লোহাগাড়ার মা-মনি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেএন/পিআর