কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ পর্যটক গিয়ে আহনাফের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ সকাল সাড়ে ৭টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্টে থেকে মরদেহটি উদ্ধা করা হয়।

- Advertisement -google news follower

নিহত আহনাফের বগুড়া জেলা বাসিন্দা এবং ক্রিকেটার মুশফিকুর রহীমের সম্পর্কীয় ভাতিজা।

সি সেইফ লাইভগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, মরদেহটি তীরের কাছে ভাসতে দেখে স্থানীয় পোনা শিকারীরা এটি কূলের কাছে নিয়ে আসে।

- Advertisement -islamibank

খবর পেয়ে লাইফগার্ড ও বীচ কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে তিনবন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এসময় তিনজনই ভেসে যায়।

তবে লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ ভেসে যায়। ১৬ ঘণ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, বগুড়া থেকে স্বপরিবারে তারা বেড়াতে এসেছিলো আহনাফ। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনেরা সাথে রয়েছে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিয়ে যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ