চট্টগ্রামের পটিয়া উপজেলায় কচুয়ায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আজিমপুর স্কুলের পাশের আনু মিয়ার টিনসেট বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাতে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে তার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, রাতে হঠাৎ করে লাগা আগুন দ্রুত পুরো বসতঘরে ছড়িয়ে পড়ায় আনু মিয়ার পরিবার কোনো মালামাল বের করতে পারেনি।
এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তার আগেই আগুনে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস বলছে আগুনে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
কচুয়ায় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ময়ুরী আক্তার বর্ষা জানান, গ্যাসের আগুন তার এলাকার আনু মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়৷ আগুন প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, গ্যাসের আগুন থেকে আগুনের সুত্র হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ছুটে যাওয়ায় আগুন আশপাশের বসতঘরে লাগেনি। আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতি আরো বেশি হওয়ার আশংকা ছিল।
জেএন/পিআর