আবারও ট্রলারসহ ৩০ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে অন্তত ৩০ জন জেলে ও ৫টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।

- Advertisement -

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

- Advertisement -google news follower

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে ৩টি টেকনাফ পৌর এলাকার এবং ২টি শাহপরীরদ্বীপের জেলেদের মালিকানাধীন।

প্রত্যক্ষদর্শী জেলেদের বরাতে সাজেদ আহমেদ বলেন, সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় মাছ ধরার সময় দুটি স্পিডবোটে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে অন্তত ৫টি ট্রলার ও প্রায় ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

- Advertisement -islamibank

এ ব্যাপারে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং বিস্তারিত জানার জন্য তথ্য সংগ্রহ চলছে।

এর আগে ৫ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে একইভাবে ১৩টি ট্রলারসহ ৮১ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মির হাতে মোট ৩২৫ জন জেলে আটক হয়েছেন।

এদের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ