দ্বিতীয় আইটি ফেয়ার শুরু শনিবার

চট্টগ্রামে দ্বিতীয় আইটি ফেয়ার শুরু হচ্ছে শনিবার (২৬ জানুয়ারি)। এ উপেলক্ষে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

- Advertisement -

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ২০১৭ সালে প্রথম আইটি ফেয়ারে ব্যাপক সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় ২য় বারের মতো এ মেলার আয়োজন হচ্ছে।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, তিনদিনের মেলায় সেমিনার ও সিম্পোজিয়ামের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল মেলার উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক কামাল মোস্তাফা চৌধুরী,  অঞ্জন শেখর দাশ,  রকিবুল রহমান টুটুল, সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনালের সভাপতি আবদুল্লাহ ফরিদ ও মহাসচিব সাইফুল ইসলাম মাহিন।

- Advertisement -islamibank

মেলায় ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টলের পাশাপাশি ভারতের দুইটি সফটওয়্যার প্রতিষ্ঠানও অংশগ্রহণ করবে বলে জানা যায়।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশ সকলের জন্য উন্মুক্ত।

জয়নিউজ/ফয়সাল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM