চট্টগ্রামে দ্বিতীয় আইটি ফেয়ার শুরু হচ্ছে শনিবার (২৬ জানুয়ারি)। এ উপেলক্ষে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ২০১৭ সালে প্রথম আইটি ফেয়ারে ব্যাপক সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় ২য় বারের মতো এ মেলার আয়োজন হচ্ছে।
তিনি আরো বলেন, তিনদিনের মেলায় সেমিনার ও সিম্পোজিয়ামের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল মেলার উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক কামাল মোস্তাফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, রকিবুল রহমান টুটুল, সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনালের সভাপতি আবদুল্লাহ ফরিদ ও মহাসচিব সাইফুল ইসলাম মাহিন।
মেলায় ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টলের পাশাপাশি ভারতের দুইটি সফটওয়্যার প্রতিষ্ঠানও অংশগ্রহণ করবে বলে জানা যায়।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশ সকলের জন্য উন্মুক্ত।