চট্টগ্রামের সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ আরমান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর দুয়ারা এলাকা হতে তাকে আটক করে। আটক আরমান ওই এলাকার মুবিন আলমের পুত্র।
অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজ।
তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডে ভ্রাম্যমাণ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা কালে ২৯৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।
তিনি জানান, মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সদা তৎপর রয়েছে।
জেএন/পিআর