চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘খাজা বাবা ফরিদপুরী’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভাসানচর এলাকায় জোয়ারের পানিতে জাহাজটি ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সেলিম জয়নিউজকে জানান, বড় জাহাজ থেকে ১ হাজার ৭০০ টন গম নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে চরে আটকে লাইটারেজ জাহাজটি ডুবে যায়। ভাসানচরের গভীরতা কম থাকায় নিয়ম অনুযায়ী জোয়ার শুরুর ৩ ঘণ্টা পর থেকে জাহাজ চালানো যায়। কিন্তু ১০টার দিকে জোয়ার শুরু হলে জাহাজটি সাড়ে ১১টার দিকে ওই পথ অতিক্রম করার সময় চরে আটকে যায়। পরে জোয়ারের পানি বেড়ে গেলে জাহাজটি ডুবে যায়।
তিনি আরো জানান, জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১ জন।