দেশের ১২ জেলায় ভারী বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

- Advertisement -

রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ (সীমান্তবর্তী অঞ্চল), সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার এই ১২টি জেলা এবং আশপাশের এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম এ তথ্য জানায়। টিমটি জানিয়েছে, রাত থেকেই কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

তারা আরও জানিয়েছে, পাশাপাশি উজানেও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাই সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

- Advertisement -islamibank

ইতোমধ্যেই যেসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে, সেখানে পানি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ