বাসি খাবারসহ নানান অনিয়মে হান্ডি ও ধাবা রেস্টুরেন্টকে জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

- Advertisement -

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশ অভিযোগে হান্ডি রেস্টুরেন্টকে দেড় লক্ষ এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে ধাবা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তাধিকার।।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ।

তিনি জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুইটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে তদারকির আওতায় রাখার জন্য এমন অভিযান অব্যাহত রাখবে ভোক্তা। এমনটাই জানালেন মো. ফয়েজ উল্লাহ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ