পাইপলাইনের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনায় ‘জেট এ-১ পাইপলাইন ফ্রম এমআই টু শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (এসএআইএ) চট্টগ্রাম’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান জানান, এই প্রকল্পের মাধ্যমে ২০৫৫ সাল পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে।
কর্মকর্তারা জানান, দেশের জ্বালানি তেলের প্রধান স্থাপনা চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড স্থাপন করেছে।
তারা আরও জানান, প্রকল্পটির কাজ শুরু হয় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর। প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১৭০ কোটি টাকা।
এ সময় উপস্থিত ছিলেন বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান, পরিচালক অপারেশন এ কে এম আজাদুর রহমান, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির প্রধান এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, প্রকল্প পরিচালক প্রকৌশলী অনুপ বড়ুয়া প্রমুখ।