মা-বাবা হতে চলেছেন ভিকি ও অভিনেত্রী ক্যাটরিনা

অনলাইন ডেস্ক

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নাকি মা হতে যাচ্ছেন। অক্টোবর মাসের শেষের দিকেই নাকি নতুন সদস্যকে আমন্ত্রণ জানাতে চলেছেন ক্যাটরিনা ও ভিকি।

- Advertisement -

কিন্তু চারিদিকে গুজব ছড়ালেও এই বিষয় নিয়ে তারকা দম্পতি কিন্তু এতদিন কিছুই বলেননি। এবার একটি পোষ্টের মাধ্যমে হবু সন্তানের কথা ঘোষণা করলেন এই তারকা দম্পতি।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যাটরিনা কাইফ একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বেবি বাম্প আগলে রেখেছেন ভিকি। এই সুন্দর সাদা কালো ছবিটি এক হাতে ধরে রয়েছেন ভিকি এবং অন্য হাতে ধরে রয়েছেন ক্যাট। এই ছবিটিই সব কথা বলে দেয়।

- Advertisement -islamibank

ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে। এই খবরটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন ভক্তরা। ক্যাটরিনার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

ক্যাটরিনার সুসংবাদ পেয়ে জাহ্নবী কাপুর লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন।’ নেহা ধুপিয়া লেখেন, ‘ভীষণ ভীষণ ভালো লাগছে। চিৎকার করছি। কাদঁছি। তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ