চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলন। বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা চাই সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করুক।
তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্প্রীতি ও উৎসবের আনন্দ ভাগ করে নিতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা সকলে একসাথে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে তাদের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করে আসছে। এটাই আমাদের ঐতিহ্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি আরও যোগ করেন, এই উপহার সামান্য হলেও, এর মাধ্যমে আমরা আপনাদের উৎসবের আনন্দকে আরও কিছুটা বাড়িয়ে দিতে চাই। সকলে মিলেমিশে এই উৎসব উদযাপন করুন, এটাই আমাদের প্রত্যাশা। আমি সকল সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপুর সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, টেরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভপিতি মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সভাপতি অনিল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চট্টগ্রাম মহানগর সদস্য সচিব বাবলু কুমার নাথ, যুবদল নেতা কবির হোসেন, অসিম বণিক, রিপন দেব, জন্মাষ্টমী চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা রাসেল চৌধুরী, কোতোয়ালি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, মহানগর ছাত্রদল নেতা সুকান্ত মজুমদার, মোহন সেনগুপ্ত, প্রাইম ঘোষ প্রমুখ।
জেএন/এমআর