সেন্টমার্টিনে পর্যটন বন্ধ করা হয়নি: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ কখনোই বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথের পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।

- Advertisement -google news follower

তিনি বলেন, সেন্টমার্টিনের হোটেল ব্যবসার মালিক মূলত বাইরের লোকজন। আন্দোলনকারীদের বেশিরভাগও এসব ব্যবসায়ী। অথচ সেন্টমার্টিন কোনো ব্যবসায়ী গোষ্ঠীর সম্পদ নয়, এটি সবার। দ্বীপটিকে রক্ষা করা গেলে পর্যটন শিল্প টিকে থাকবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, দ্বীপে রাতযাপনের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ২০১৬ সালেই নেওয়া হয়েছিল, তবে বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার এসে সেই সিদ্ধান্ত কার্যকর করছে। বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণে ভ্রমণ নিয়ন্ত্রণ একটি স্বাভাবিক অনুশীলন বলেও তিনি উল্লেখ করেন।

- Advertisement -islamibank

চলনবিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বিস্ময় প্রকাশ করেন। উপদেষ্টা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হবে বিলের ভেতরে—এমন প্রস্তাব কীভাবে আসে? শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের প্রকল্প পাঠানোও প্রশ্নবিদ্ধ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ