প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ভোটার তালিকা সম্পূর্ণ করা হয়েছে এবং নারী ভোটারের ব্যবধান কমানো হয়েছে। এছাড়া নয়টি নির্বাচন সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের সঙ্গে নির্বাচনী সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ করেছি। এছাড়া সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা আইটি সাপোর্টড পোস্টাল ব্যালটের পরীক্ষা সম্পন্ন করেছি। এবার হাজতে থাকা ভোটারদেরও ভোটের ব্যবস্থা করা হবে।’
সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য কর্মকর্তা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, কবি মোহন রায়হান, টিআইবি পরিচালক মো. বদিউজ্জামানসহ অন্যরা।
সিইসি আরও জানান, অক্টোবর মাসে রাজনৈতিক দল, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও নারীনেত্রীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও সংলাপ অনুষ্ঠিত হবে।