চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক স্বর্গীয় টিংকু দাশের পরিবারকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বাবু টিংকু দাশ স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) টাইগার পাসস্থ চসিক কার্যালয়ে স্বর্গীয় টিংকু দাশের স্ত্রী পলি দত্ত ও একমাত্র সন্তান মোহন দাশের কাছে উপহার তুলে দিয়ে ডা: শাহাদাত বলেন, টিংকু দাশের স্মৃতি এখনো আমাদের হৃদয়ে গেঁথে আছে।অসামান্য নেতৃত্ব গুণের অধিকারী বারবার কারানির্যাতিত ও গুম ফেরত নেতা টিংকু দাশের অভাব অপূরনীয়। স্বৈরাচারী সরকারের পতনের পর যখন সবাই মোটামুটি স্বস্তিতে বাস করতে পারছে তখন তৎকালীন সময়ে গুম গ্রেফতার ও নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও সাংগঠনিকভাবে সবসময়ই বিএনপিকে ধারণ করা আমাদের টিংকু দাশকে খুব মনে পড়ে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও নগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াত, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসুদুল ইসলাম রাসুদ, ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাত, সাবেক ছাত্রনেতা জুয়েল মজুমদার, মো. জেবিন, মো. অনিক, মো. ইয়ায়কুব, নূর ই ইলাহি, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেএন/এমআর