মাদকের বিনিময়ে মিয়ানমারে সিমেন্ট পাচার, চট্টগ্রামে আটক ২৪

অনলাইন ডেস্ক

মিয়ানমারে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় ২৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

- Advertisement -

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টায় চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। এসব সিমেন্টের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

- Advertisement -islamibank

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চট্টগ্রাম বেইস একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়- অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তর করা হচ্ছে, যার গন্তব্য ছিল মিয়ানমার।

অভিযানে পাচারকারীদের আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়। পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে সমুদ্রপথে চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ