অনলাইনে মতামত নেবে জাতীয় বেতন কমিশন

অনলাইন ডেস্ক

একটি কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত নেওয়ার জন্য জাতীয় বেতন কমিশন চারটি প্রশ্নমালা তৈরি করেছে। সরকারি চাকরিজীবী, সর্বসাধারণ, সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি এই চার ক্যাটাগরিতে চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

- Advertisement -

বুধবার (০১ অক্টোবর) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

মতামতের জন্য ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত থাকবে।

সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-এ পাওয়া যাবে।

- Advertisement -islamibank

আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহী সরকারি চাকরিজীবী, ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান বা সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ