এনসিপিতে সাংগঠনিক রদবদল; চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন এ এস এম সুজা উদ্দিন

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন এ এস এম সুজা উদ্দিন। এর আগে তিনি দলের দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে ছিলেন।

- Advertisement -

দলীয় সূত্র জানায়, নতুন দায়িত্বে সুজা উদ্দিন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন। বিভাগীয় কমিটি গঠন, স্থানীয় নেতাকর্মীদের সমন্বয় এবং জনসংযোগ জোরদার করাই হবে তাঁর প্রধান কাজ।

- Advertisement -google news follower

এনসিপির কেন্দ্রীয় কমিটি মনে করছে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিভাগে নতুন নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করবে। কারণ বন্দরনগরী চট্টগ্রাম শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এর আগে দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে থেকে এ এস এম সুজা উদ্দিন রোহিঙ্গা সংকট, আসাম এনআরসি (NRC), এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে সাংবাদিকতা ও নীতি বিশ্লেষণ, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা।

- Advertisement -islamibank

চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। আমি চাই স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”

এনসিপি নেতারা আশা করছেন, সুজা উদ্দিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ চট্টগ্রাম বিভাগে দলের কার্যক্রম আরও গতিশীল করবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ