১০ হাজার অ্যাপের ৭০ লাখ তথ্য মুছে দিল চীন

বিকৃত তথ্য, ভুয়া খবর রুখতে অতিরিক্ত সতর্ক চীন। মূলত ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতায় আসার পর থেকেই ইন্টারনেট ব্যবস্থার উপর নজরজারি বাড়িয়েছে সরকার। ইতিমধ্যে দেশটিতে একাধিক ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। মুছে ফেলা হয়েছে প্রায় ১০ হাজার অ্যাপের ৭০ লাখ তথ্য ইন্টারনেট থেকে। এমনটাই জানিয়েছে চীনের সাইবার নজরদারি সংস্থা (‌সিএসি‌)‌। চলতি মাসে এই প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

- Advertisement -

সংস্থাটি জানায়, নেটদুনিয়ায় গ্রহণযোগ্য নয় এবং ক্ষতিকারক তথ্যগুলিকে মুছে ফেলার প্রক্রিয়া চলতি মাসেই শুরু করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ৭৩৩টি ওয়েবসাইট।

- Advertisement -google news follower

গত বছর নভেম্বরেও এরকম পদক্ষেপ করেছিল সিএসি। চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাসকে বিকৃত করার জন্য এবং রাজনৈতিক ভাবে ক্ষতিকারক তথ্য পরিবেশনের জন্য ৯৮০০ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM