শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে দেবীর বোধন ও মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত বন্দর, গোসাইলডাঙ্গা, পতেঙ্গা, কাটগড়, হাজারী লেইন, জে.এম.সেন হল, পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, টেরিবাজার, সদরঘাট, আকবর শাহ এলাকা ও মোহরাসহ নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
এ সময়ে তিনি নগরীর পূজামন্ডপের নিরাপত্তা নির্বিঘ্নে ও নিঃসংকোচে পূজা উদ্যাপনের বিষয়ে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিভিন্ন পরামর্শ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে সিএমপি কমিশনার বলেন, এবারের পূজায় চট্টগ্রামের কোথাও বিশৃঙ্খলা হয়নি, কোন ধরণের বাধা-বিঘ্ন ও বিভ্রান্তি ছাড়াই নগরবাসী উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছে।
তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এটি একটি সার্বজনীন উৎসব। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক-এটা আমাদের কাম্য। কোন ধরণের ভয়-ভীতি বা গুজবে কান না দিয়ে সার্বজনীন উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত রয়েছে। পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পতেঙ্গা সী-বীচ ও অভয়মিত্র ঘাটসহ বিভিন্ন এলাকার প্রতিমা বিসর্জনস্থলে যানজট নিরসনসহ বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পতেঙ্গা সী-বীচে যারা প্রতিমা বিসর্জনের জন্য যাবেন তাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দেন পুলিশ কমিশনার।
পূজামন্ডপগুলো পরিদর্শনকালে সিএমপি’র সংশিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএন/এমআর