ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে একটি প্রাইভেটকারে ডাকাতি চালাচ্ছে একদল ডাকাত। তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা গেছে।
এ সময় গাড়ির দুই আরোহী হাত উঁচিয়ে পাশ দিয়ে যাওয়া অন্য গাড়ির যাত্রীদের কাছে সাহায্য চাইতে থাকেন। কিন্তু তখনই এক ডাকাত রামদা দিয়ে আঘাত করে বসে।
ভিডিওতে আরও দেখা যায়, আশেপাশের গাড়িগুলো থামেনি। সবাই প্রাইভেটকারটির পাশ কাটিয়ে চলে যায়। এমনই একটি গাড়ির ভেতর থেকে ঘটনাটির ভিডিও ধারণ করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও আতঙ্ক প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকে মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভিডিওটির সত্যতা যাচাই এবং অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে।