চমক রেখেই মেসির আর্জেন্টিনার দল ঘোষণা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসন্ন অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

- Advertisement -

ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। আর এই স্কোয়াডে দেখা গেছে একাধিক চমক।

- Advertisement -google news follower

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং মিডফিল্ডার অ্যানিবাল মোরেনো।

রেসিং ক্লাবের হয়ে খেলতে থাকা ২৬ বছর বয়সী ফাকুন্দো ক্যামবেসেসে এবারই প্রথম জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন।

- Advertisement -islamibank

একইভাবে রিভার প্লেটের ২১ বছর বয়সী রাইট-ব্যাক লাউতারো রিভেরোও প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন। আর ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়া অ্যানিবাল মোরেনো জায়গা পেয়েছেন মধ্যমাঠে।

এছাড়া এক সময় জাতীয় দলের হয়ে খেললেও দীর্ঘদিন পর দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি।

নিষেধাজ্ঞার কারণে কিছুদিন দলের বাইরে ছিলেন এনজো। সেনেসি সর্বশেষ ২০২২ সালের জুনে জাতীয় দলে খেলেছিলেন।

একবার ডাক পেলেও খেলতে না পারা পালমেইরাসের ফরোয়ার্ড হোসে লোপেজ ফের সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার জার্সিতে।

আর্জেন্টিনার দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।

ডিফেন্ডার: গনসালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালর্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার : লেওন্দ্রো পারেদেস, অ্যানিবাল মোরেনো, রোদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ