বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের অংশ নেওয়াকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (৪ অক্টোবর) রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘শহিদুল আলমের সাহসী পদক্ষেপ শুধু সংহতির প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন—বাংলাদেশের মানুষ কখনও অন্যায় ও নিপীড়নের কাছে মাথানত করে না।’
পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামে বিএনপি সবসময় পাশে রয়েছে। বলেন, বিএনপি তার (শহিদুল আলম) সঙ্গে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আজীবন থাকবে।’
উল্লেখ্য, সম্প্রতি মানবিক সহায়তা নিয়ে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেন শহিদুল আলম। ইসরায়েলের বাধা সত্ত্বেও বিশ্বব্যাপী এই উদ্যোগকে শান্তিপ্রিয় মানুষের সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।